সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশের মুদ্রাবাজারে ইউএস ডলারের দর অপরিবর্তিত আছে। আজ সকাল থেকে ডলার বিক্রি হচ্ছে ১২২ টাকায়।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আওতাভুক্ত ৯টি দেশ থেকে আমদানি করা পণ্যের বিল বাবদ ১৭৫ কোটি (১ দশমিক ৭৫ বিলিয়ন) ডলার পরিশোধের পর রিজার্ভের এই স্থিতি দাঁড়িয়েছে।
সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে ২২০ কোটি ইউএস ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকার মতো (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গত বছরের নভেম্বরে দেশে এসেছিল ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয়
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেনের জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
প্রবাসীদের জানার সুবিধার্থে বাংলাদেশের ২৬ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো।